সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক(Govt Hospital Doctors। কিন্তু দিনের পর দিন সেখানে উপস্থিত থাকেন না তাঁরা। দীর্ঘদিন ধরে এই কাণ্ডের পরেও কর্তৃপক্ষকে অবহিত করেননি কেউ। এই ঘটনা রাজ্যে নতুন নয়। কিন্তু এবার সেরকম ২৫২ জন চিকিৎসককে ডেকে পাঠালো স্বাস্থ্য ভবন(Health Department)। ১ ফেব্রুয়ারি, সোমবার তাঁদের সেখানে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বছরের দ্বিতীয় দিনেই বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য ভবন(West Bengal Health Department)। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে চিকিৎসকদের নামের তালিকা। বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে তৈরি করা হয়েছে তালিকাটি।
১ ফেব্রুয়ারি সকাল ১১টায় স্বাস্থ্য ভবনে(Health Department) হাজির হতে বলা হয়েছে ওই ২৫২ জন চিকিৎসককে। তাঁদের কাজে যোগদানের আবেদনপত্র আনতে বলা হয়েছে। চিকিৎসকদের(Govt. Doctors) বদলি নয়, বরং তাঁদের শেষ কাজের জায়গাতেই ফিরতে হবে বলেই জানানো হয়েছে। পাশাপাশি, ওই তালিকায় নাম নেই, কিন্তু সরকারি হাসপাতালে(Govt. Hospital) দীর্ঘদিনের অনুপস্থিত চিকিৎসকদেরও সেদিন স্বাস্থ্য ভবনে উপস্থিত থাকার কথা বলা হয়েছে।
এদিনের বিজ্ঞপ্তিতে(Health Department Order) স্পষ্ট করেই উক্ত নির্দেশিকা জানানো হয়েছে। এছাড়া যাঁরা এই নির্দেশ অমান্য করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য স্বাস্থ্য দফতর। সোমবারের বিজ্ঞপ্তিতে এসব কথা অত্যন্ত স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে।