উচ্চমাধ্যমিকের রেজাল্ট (HS Exam Results 2022) নিয়ে বিশেষ ইঙ্গিত শিক্ষা সংসদের। জুনের মধ্যেই প্রকাশিত হবে রেজাল্ট। পরীক্ষার্থীদের মূল্যায়ণের ক্ষেত্রেও সহানুভূতি দেখানোর ইঙ্গিত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBHS Council)। মূল্যায়ণের সময় কোভিড পরিস্থিতির কথা মাথায় রাখবে সংসদ।
কোভিড পরিস্থিতিতে (Covid 19 Scenario) গত ২ বছর অনলাইনেই ক্লাস চলেছে। ফলে পড়ুয়াদের মধ্যে পরীক্ষা নিয়ে ভীতি তৈরি হয়েছিল। এরই মধ্যে হোম সেন্টারগুলিতে (Home Center) পরীক্ষার ব্যবস্থা করে সংসদ। তাই মূল্যায়ণের সময় কোভিড পরবর্তী পরিস্থিতির কথা মাথায় রাখা হবে। পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের মানসিক অবস্থাও বিবেচনা করে দেখবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
আরও পড়ুন: জঙ্গলমহলে মাওবাদী আতঙ্ক খারিজ করলেন মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত, বুধবারই উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে। কোভিড পরিস্থিতির ফলে এবার পরীক্ষার্থীদের অধিকাংশরাই মানসিক চাপে ছিলেন। চাপ কীভাবে কমানো যায়, তার জন্য উদ্যোগ নিয়েছিল শিক্ষা সংসদ। মূল্যায়ণের ক্ষেত্রেও একই রকম সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গী রাখার ইঙ্গিত দিল সংসদ।
এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় হোম সেন্টারে পরীক্ষা হলেও একগুচ্ছ পদক্ষেপ নিয়েছিল শিক্ষা সংসদ। পরীক্ষা কেন্দ্রের ৫০ মিটারের মধ্যে কোনও ব্যক্তির প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। পরীক্ষা চলাকালীন অপ্রীতিকর পরিস্থিতি এ়ড়াতে বিশেষ পর্যবেক্ষকদের রাখা হয়েছিল। ভেনু সুপারভাইজারদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করেছেন বিশেষ পর্যবেক্ষকরা। গ্রামাঞ্চলের পড়ুয়ারা ল্যাপটপ বা স্মার্টফোন না থাকায় ভাল করে কাজ করতে পারেননি। তাই সবার কথা মাথায় রেখেই এবার পরীক্ষার্থীদের মূল্যায়ণের ক্ষেত্রে সহানুভূতিশীল হওয়ার ইঙ্গিত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।