ছাত্র ভোট নিয়ে উত্তাল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল (Students Protest in Medical College)। পরিস্থিতি এতটাই জটিল শনিবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে অনশনকারী ছাত্রদের সঙ্গে দেখা করেন স্বাস্থ্য সচিব। কিন্তু সেখানে পৌঁছেও কোনও সুরাহা হয়নি।
জানা গিয়েছে, সেই কারণেই এবার ছাত্রদের সঙ্গে আগামী মঙ্গলবার ফের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। কিন্তু এত কিছুর পরেও নিজেদের সিদ্ধান্তে অনড় অনশনকারী ছাত্ররা ( (Medical College) । ভোট না হলে কোনও ভাবেই অনশন তুলতে রাজি নন তাঁরা।
শনিবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য সচিব পৌঁছতেই শুরু হয় স্লোগান। ভিড় এড়িয়ে অনশনকারী পাঁচ ডাক্তারি পড়ুয়ার কাছে যান তিনি। কথা বলেন তাঁদের সঙ্গে। তাঁদের আন্দোলন তুলে নেওয়ার আর্জি জানান। কিন্তু ছাত্র ভোট না হলে কোনও ভাবেই তাঁরা অনশন তুলবেন না বলে জানিয়ে দেন।
আরও পড়ুন- পাঁচ বছর পরে টেট, নিরাপত্তায় মোড়া ঝাড়গ্রামের ২১টি পরীক্ষাকেন্দ্র
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোমবার থেকেই উত্তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। আন্দোলনকারীদের বিক্ষোভের জেরে বন্ধ পরিষেবা । অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস সহ বিভিন্ন বিভাগের প্রধানদের ঘেরাও করে বিক্ষোভ চালানো হয় ।
সোমবার থেকে রাতভর ঘেরাও করে রাখা হয় অধ্যক্ষ, এমএসভিপি-সহ বাকি বিভাগীয় প্রধানদের । অসুস্থ হয়ে পরেন তাঁরা । হয়রানির শিকার হতে হয় রোগীদেরও । অবশেষে বুধবার মধ্যরাতে ঘেরাও থেকে মুক্তি পান তাঁরা ।