নেতা-নেত্রীরা আশাবাদী ছিলেন। কিন্তু বাংলার এক্সিট পোলের ছবিটা অন্যরকম ছিল। যা দেখে মন ভেঙেছিল কর্মীসমর্থকদের। তাঁদের উদ্দেশে বার্তা পাঠিয়েছিলেন শীর্ষ নেতৃত্বরা। কিন্তু সে দুশ্চিন্তা বাঁধন হারা খুশিতে বদলে গেল মঙ্গলবার সকালে। ভোটের সম্পূর্ণ ফল আসতে কিছুক্ষণ বাকি থাকলেও বাংলায় যে সবুজ ঝড় আসতে চলেছে তা এক প্রকার পরিষ্কার হয়ে গিয়েছে। আর এই ফলাফল প্রকাশ্যে আসতেই সবুজ আবির ঢাকল বাংলার রাস্তাঘাট।
বাংলায় তৃণমূল কংগ্রেস প্রায় ৩০টি আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে কয়েকটি আসনের তৃণমূল প্রার্থীদের জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এই সুখবর সামনে আসতেই বাতাসে উড়েছে সবুজ আবির, বাজছে ঢাকঢোল-শঙ্খ। জেলায় জেলায় উচ্ছ্বাস শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। ভিড় জমেছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাঁতের বাড়ির সামনে। যে ছবিই দেখে বোঝাই যাচ্ছে সবুজ ঝড়ে বাংলায় রীতিমতো টালমাটাল অবস্থা বিজেপির।
পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে মাত্র ১টি আসন। বিজেপি পেয়েছে ১১টি আসন। আর ঘাস ফুলের ঝুলিতে এসেছে ৩০টি আসন।