পুরসভা নির্বাচনের (West Bengal Municipal Election) আগের রাতে বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) খড়গপুরের বাড়িতে গেল পুলিশ। সঙ্গে ম্যাজিস্ট্রেট। তাই নিয়ে রীতিমতো শোরগোল রেলশহরে।
ভোটের আগের রাতে খড়গপুরে নিজের বাংলোয় যান স্থানীয় সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু তিনি এই পুর এলাকার (Kharagpur) ভোটার নন। ফলে ভোটের সময় তিনি খড়গপুরে থাকতে পারবেন না, এই মর্মে নোটিস দিতে তাঁর বাংলোতে যায় পুলিশ, সঙ্গে ম্যাজিস্ট্রেট। যেহেতু ভোট ঘোষণা হয়ে গিয়েছে তাই বাইরের কোনও ব্যক্তি এই এলাকায় থাকতে পারবেন না, এই মর্মে ইতিমধ্যে নোটিস দেওয়া হয়েছে সাংসদ দিলীপ ঘোষকে।
আরও পড়ুন: Anish Khan: আনিস হত্যার প্রতিবাদ, বামেদের বিক্ষোভে উত্তাল আমতা, ইট, গ্যাস, বামনেত্রী-সহ গ্রেফতার ১৭
যদিও দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর বাংলোতেই থাকবেন। অভিযোগ, এ নিয়েই পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন তিনি।
দিলীপ ঘোষ বলেন, “ওঁদের বক্তব্য কোনও রাজনীতিক নেতা যিনি এখানকার ভোটার নন এখানে থাকতে পারবেন না। আমি বলেছি, আমি এখানকার নেতা নই, সাংসদ। এটা আমার রেসিডেন্স। তাই আমি এখানে আছি। খড়গপুরে এমন বহু মানুষ আছেন, যাঁরা এখানকার ভোটার নয়। তবু রয়েছেন। আমি এখানে থাকব। এতে যদি মনে হয় নির্বাচনী বিধি লঙ্ঘন হচ্ছে, আপনি ব্যবস্থা নিন।”