দীপাবলিতে মানুষ বাজি ফাটিয়ে আনন্দে মেতে ওঠে । কিন্তু, অনেক সময় সেই আনন্দ পৈশাচিক রূপ নেয় । প্রায়ই শোনা যায়, কিছু মানুষ কুকুরের লেজে বাজি ফাটিয়েছে । কিংবা কোনও বিড়ালের গায়ে বাজি ছুঁড়েছে । সেইসব অবলা পশুদের কথা ভেবেই দীপাবলির আগে মানুষকে সচেতন করল পশ্চিমবঙ্গ পুলিশ । আর সেই সচেতনতার বার্তা দিলেন সোনাদা, আবির ও ঝিনুক ।
'কর্ণসুবণের গুপ্তধন' বেশ ভাল ব্যবসা করেছে । সিনেমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা । আর এই ছবির জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই সচেতনতামূলক প্রচারের উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ পুলিশ ।সম্প্রতি, পশ্চিমবঙ্গ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয়েছে । যেখানে সোনা দা, আবির ও ঝিনুককে দেখা যাচ্ছে । আর তাঁদের সংলাপের মোড়কে রয়েছে এক বিশেষ বার্তা ।
পোস্টটা অনেকটা এরকম : সোনা দা বলছে, "আজকেই ধরবো এদের।" তখন আবিরের প্রশ্ন, "কিন্তু ওরা কী করেছে?" সেসময় ঝিনুক বলে, "উফফ দেখছিস না অবলা জীবগুলোর দিকে বাজি ছুঁড়ে দিয়ে কেমন জ্বালাচ্ছে।" এরপরেই এসেছে পুলিশের সেই সতর্কবার্তা । পুলিশের তরফে সকলকে রাস্তার পশু, বাড়ির পোষা প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার অনুরোধ করা হয়েছে । তাদের যেন কোনওভাবেই বিরক্ত না করা হয়।
পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের তরফে এর আগেও এমন অভিনব উপায়ে সচেতন করা হয়েছে । মাস্ক পরা থেকে সাইবার ক্রাইম, এরকম বিভিন্ন বিষয়ে সতর্কতামূলক পোস্ট করা হয়েছে ।