এখনও থমথমে বীরভূমের অখ্যাত গ্রাম বগটুই (Birbhum Violence)। বৃহস্পতিবার এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী, কংগ্রেস, বিজেপি প্রতিনিধি দল- সব মিলিয়ে গোটা দিন রাজ্য রাজনীতির নজরে ছিল রামপুরহাটের এই গ্রাম। বগটুইয়ে যান রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবীয় (Manoj Malviya)। গ্রামের নিরাপত্তা খতিয়ে দেখেন তিনি। পূর্বপাড়া, পশ্চিমপাড়ার ঘটনাস্থলগুলি ঘুরে দেখেন ডিজি। তাঁর উপস্থিতিতে গ্রামের বিভিন্ন জায়গায় বসানো হয় সিসি ক্যামেরা (CCTV)।
বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর, বগটুইয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘরছাড়াদের ঘরে ফেরানোর জন্য আশ্বস্ত করছে পুলিশ। দিন ও রাত মিলিয়ে ৫৪ জন করে পুলিশকর্মী গ্রামের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে। তাঁদের নেতৃত্বে থাকবেন একজন করে ডিএসপি পদমর্যাদার পুলিশ।
আরও পড়ুন: রামপুরহাটে রেয়াত নয়, আইসি-র পর কড়া পদক্ষেপ হিসাবে এসডিপিও-কে সাসপেন্ড করল রাজ্য
ডিজি বগটুইয়ে যাওয়ার দিনই রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে রামপুরহাটের এসডিপিও সায়ন আহমেদকে। এমনকি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গ্রেফতার করা হয়েছে ব্লক তৃণমূলের সভাপতি আনারুল হোসেনকে।