ফেসবুকে পোস্ট করে আনিস খানের (Anis Khan) পরিবারকে তদন্তে সাহায্য করতে অনুরোধ করল রাজ্য পুলিশ (West Bengal Police)। সেই সঙ্গে জনসাধারণকেও অনুরোধ করা হয়েছে তদন্তে সাহায্য করলে।
বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট করেছে রাজ্য পুলিশ। তাতে লেখা হয়েছে, 'সুষ্ঠ বিচারের জন্য আনিস খান হত্যার তদন্ত দ্রুত সম্পন্ন করা হয়েছে। এসআইটি সমস্ত দিক খতিয়ে দেখছে। এখন পর্যন্ত দুই পুলিশ কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে।'
আরও পড়ুন:Anish Khan: আপাতত আস্থা সিটেই, আনিস হত্যায় দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল আদালত
পুলিশ আরও লিখেছে, 'জনসাধারণ এবং আনিস খানের পরিবারের সদস্যদের পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি আস্থা রাখতে এবং যথাযথ ও দ্রুত বিচার নিশ্চিত করার জন্য গঠিত বিশেষ তদন্তকারী দলকে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে।'