তদন্তকারী সিট (SIT)-এর উপরে ভরসা না থাকলেও আদালতের (Calcutta High Court) নির্দেশ মেনেই আনিস খানের (Anish Khan) দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্যে কবর থেকে তোলার অনুমতি দিলেন আনিসের বাবা সালেম খান। কবরস্থানে ঢুকলেন সিট-এর প্রতিনিধিদল। তাঁদের সাথেই ঢুকলেন আনিশের পরিবারের আইনজীবী ইমতিয়াজ আহমেদ ও দেহ তোলার কর্মীরা। দেহ তোলার আগে প্রার্থনা করা হলো।
আরও পড়ুন: Bangla Bandh: বিজেপির ডাকা বন্ধে বিক্ষিপ্ত অশান্তি বড়বাজার, হাজরা, মেচেদায়
আনিসের বাবা সালেম খান জানান, সিট-এর প্রতি তাঁর কোনও ভরসা নেই৷ কিন্তু যেহেতু আদালত সিট-এর হাতেই তদন্তভার রেখেছে, তাই তিনি সিট-কে সব রকম সাহায্য করতে প্রস্তুত।