পুরভোটের দিন যাতে বিধাননগরে কোনওরকম অশান্তি না হয়, তা নিশ্চিত করতে প্রস্তুতি তুঙ্গে রাজ্য পুলিশের। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে এসে পৌঁছতে শুরু করেছেন পুলিশ কর্মীরা।
আগামী শনিবারই বিধাননগর (Bidhannagar) পুর এলাকার নির্বাচন। বৃহস্পতিবার শেষ হ লয়েছে প্রচার-পর্ব। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে পুলিশের সব ধরনের বাহিনী মিলিয়ে প্রায় তিন হাজার কর্মী মোতায়েন থাকবেন বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট।
আরও পড়ুন : Sougato Roy: আইপ্যাক নিয়ে মুখ খোলা যাবে না, সৌগত রায়কে বার্তা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের
প্রচার শেষের পর থেকেই বিধাননগরের ২২টি জায়গায় নাকা তল্লাশি শুরু হয়ে যাবে। বিশেষ ভাবে নজর রাখা হবে ভাঙড় সংলগ্ন রাজারহাট, নিউ টাউন এবং সল্টলেক লাগোয়া সংযুক্ত এলাকায়। যাতে সন্দেহভাজন বহিরাগতেরা বিধাননগরে প্রবেশ করতে না পারে।
ভোট পরিচালনার দায়িত্বে থাকছেন ৩২ জন ইনস্পেক্টর। তাঁদের অধীনে থাকবেন ৪০০ জন এসআই এবং এএসআই। তাঁদের অধীনে আবার থাকবেন কনস্টেবল পদমর্যাদার ১৯০০ জন পুলিশকর্মী।