তাঁকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই। ইডিরও নজরে রয়েছেন তিনি। এর মধ্যেই টেট দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের পুলিশি নিরাপত্তা তুলে নিল রাজ্য সরকার। শুক্রবার সকালে রাজ্য পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার বিধায়ক মানিককে আর রাজ্য পুলিশের তরফে নিরাপত্তা দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর, মানিক ভট্টাচার্যকে নিয়ে আর অস্বস্তি বাড়াতে চায় না শাসক তৃণমূল। ঘটনাচক্রে, মানিকের সরকারি নিরাপত্তা প্রত্যাহারের এই সিদ্ধান্ত যখন নেওয়া হচ্ছে, তার ঘণ্টা কয়েক আগেই বৃহস্পতিবার রাতে মানিকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
আরও পড়ুন- SSC scam: 'বহুত কুছ মিলা', সুবীরেশের বাঁশদ্রোণীর ফ্ল্যাটে টানা আট ঘণ্টা তল্লাশি সিবিআই আধিকারিকদের
যদিও অভিযুক্ত মানিকের দাবি, জানান, তাঁর ফোন খোলাই রয়েছে। তাতে ফোনও আসছে। লুক আউট নোটিস প্রসঙ্গে তিনি জানান, ‘‘আমায় ফোনে পাওয়া যাচ্ছে না বলে দাবি করা হচ্ছে, তা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমার ফোনে রিং হচ্ছে। যে কোনও সংস্থা চাইলেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে।’’