রাজ্যে দৈনিক সংক্রমণের হার(Positivity Rate) ক্রমাগত বেড়েই চলেছে । সোমবার একলাফে প্রায় ৪ শতাংশ বাড়ল পজিটিভিটি রেট । বর্তমানে রাজ্যে, দৈনিক সংক্রমণের হার ৩৭.৩২ % । এদিকে, গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক সংক্রমণ(Daily Corona Cases) । রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন, ১৯,২৮৬ জন । যদিও, প্রায় ২০ হাজার মতো পরীক্ষা কম হয়েছে ।
আক্রান্তের পাশাপাশি কমেছে মৃতের(Death) সংখ্যাও । গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৬ জনের । রাজ্যে মোট সক্রিয় কোভিড রোগীর(Active Covid Cases) সংখ্যা বেড়ে হয়েছে ৮৯,১৯৪ জন ।
স্বাভাবিকভাবে কলকাতাতেও(Kolkata) কমেছে দৈনিক সংক্রমণ । কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫,৫৫৬ জন । মৃত্যু হয়েছে ৪ জনের । উত্তর ২৪ পরগনাতেও কমেছে সংক্রমণ । অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দার্জিলিঙে বেড়েছে আক্রান্তের সংখ্যা ।
আরও পড়ুন, Booster Dose: কলকাতা সহ সারা রাজ্যে শুরু হল বুস্টার ডোজ দেওয়ার কাজ, মানুষকে সতর্ক থাকতে বললেন ফিরহাদ
এদিকে, সোমবার থেকে দেশজুড়ে বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হয়েছে । কলকাতাতেও দেওয়া হচ্ছে বুস্টার ডোজ । মূলত, এই ডোজ পাচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ ফ্রন্টলাইন ওয়ার্কার্সরা । ষাটোর্ধ্বদেরও বুস্টার ডোজ দেওয়া হচ্ছে ।