শুক্রবারের তুলনায় শনিবার রাজ্যে সামান্য কমল কোভিডের দৈনিক সংক্রমণ (Covid Daily Cases) । রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন (Covid Bulletin) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৩,৫১২ জন । উদ্বেগ বাড়িয়ে শনিবারও মৃতের সংখ্যা ৩০-এর উপরে রয়েছে । গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Death) হয়েছে ৩৫ জনের । রাজ্যে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ৩৭,৯১৮ ।
শহর কলকাতাতে (Kolkata) গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪৫৯ জন । উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) একদিনে করোনা আক্রান্ত ৪৩৩ জন । এই দুই জেলায় মৃতের সংখ্যা যথাক্রমে ৩ জন এবং ১০ জন । এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও হাওড়া ।
শনিবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার ১৭৯ । মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৫৫০ জনের । করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৩১ হাজার ৭১১ জন । বর্তমানে রাজ্যে পজিটিভিটি রেট কমে হয়েছে ৫.৬৫ শতাংশ ।