রাজ্যে ৩১ মার্চ পর্যন্ত বাড়ল কোভিড বিধিনিষেধ । বিধিনিষেধের ক্ষেত্রে নতুন কোনও পরিবর্তন হয়নি । হোলিকা দহনের জন্য শুধুমাত্র ১৭ মার্চ রাত্রিকালীন বিধিনিষেধে (Covid Restriction)ছাড় দেওয়া হয়েছে । মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ।
রাজ্যে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে । রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ জন । মৃত্যু হয়েছে ১ জনের । এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৯৪ হাজার ৪৫ ।
আরও পড়ুন, Russia-Ukraine War: যুদ্ধক্ষেত্র থেকে ছড়াতে পারে কোভিড ভাইরাস, সতর্ক প্রকাশ করল WHO
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা করিয়েছেন ১৯ হাজার ১৯৮ জন । ভ্যাকসিন নিয়েছেন ৯৩ হাজার ৫২৭ জন । রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ১৬ হাজার ৫১৬ জন । মৃত্যু হয়েছে ২১ হাজার ১৮৯ জনের । হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১৯১ জন ।