কুর্মি সম্প্রদায়কে তফশিলি জাতিতে অন্তর্ভুক্ত করার অনৈতিক প্রয়াসের বিরুদ্ধে মঙ্গলবার প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। সমিতির অভিযোগ, এসটি হওয়ার নির্ধারিত বৈশিষ্ট্য না থাকা সত্ত্বেও অবৈধভাবে এবং অনৈতিকভাবে ক্ষত্রিয় হিসেবে স্বীকৃত কুর্মি সম্প্রদায়কে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।
মঙ্গলবার এর প্রতিবাদে ঝাড়গ্রাম শহরের সিধু কানহুর মুর্তির পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে সামিল হয়েছিলেন কয়েক হাজার আদিবাসী। গোটা ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে ওই মিছিল। এরপর ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ঝাড়গ্রাম জেলা শাখার পক্ষ থেকে । জমা দেওয়া হয় ডেপুটেশন। যেখানে আদিবাসীদের সাংবিধানিক অধিকার হরণের চক্রান্ত করার অভিযোগও তোলা হয়েছে। ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়ছে, মঙ্গলবার শান্তিপূর্ণ বিক্ষোভ হলেও, তাদের দাবি না মানা হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে।
দিন কয়েক আগেই কুর্মি জাতিকে তফসিলি জনজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করতে হবে এবং কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলির অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলনে নেমেছিল কুর্মি সম্প্রদায়ের প্রতিনিধিরা। পাঁচ দিন ধরে চলে বিক্ষোভ। এরপর জেলাশাসকের বৈঠকে সাময়িক আশ্বাস দেওয়ার পর কুর্মি সমাজে মুখ্য উপদেষ্টা অজিত মাহাতোর নির্দেশে আন্দোলন প্রত্যাহার ঘোষণা করেন ।