বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভায় ভরাডুবি বিজেপির । জেলায় জেলায় বিদ্রোহ, গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছে । একের পর এক বিজেপি নেতা বিস্ফোরক মন্তব্য করছেন, দলীয় পদ ছাড়ছেন । এই পরিস্থিতিতে মঙ্গলবার বৈঠকে বসছে রাজ্য বিজেপি নেতৃত্ব । পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়, সেই বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে ।
সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই বৈঠক হবে । বেলা ১২টায় এই বৈঠক শুরু হবে । জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন জেলা পর্যবেক্ষক ও জেলা সভাপতিরা । জেলায় জেলায় যেভাবে দলের মধ্যে বিদ্রোহ বাড়ছে, তা বন্ধ করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে ।
উপনির্বাচনে হারের পর থেকেই রাজ্য বিজেপির অন্দরে তোলপাড় চলছে । ফের দল থেকে পদ ছাড়ার হিড়িক পড়েছে । রবিবারই রাজ্য সম্পাদকের পদ ছেড়েছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ । একইসঙ্গে পদত্যাগ করেছেন রাজ্য কমিটির আরও দুই সদস্য কাঞ্চন মৈত্র এবং বানী গঙ্গোপাধ্যায় । একই সঙ্গে পদ ছাড়েন নদিয়া উত্তর সাংগঠনিক জেলার ১০ বিজেপি নেতা ।
পাশাপাশি আসানসোলে হার-সহ একাধিক কারণে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) উপর কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন দলের একাংশের নেতারা । গত রবিবারই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমঝোতা রেখে চলার পরামর্শ দিয়েছিলেন সর্বভারতীয় স্তরে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra)।
এদিকে, রাজ্যে বিজেপির পরাজয় নিয়ে ব্যাপক ক্ষুব্ধ অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডারা । সূত্রের খবর, বঙ্গ বিজেপি নেতৃত্বের কাছ থেকে এই সংক্রান্ত রিপোর্ট তলব করা হয়েছে । দিল্লিতে (Delhi) ডেকে পাঠানো হয়েছে রাজ্যের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে ।