পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিমানে শুক্রবার যে বিভ্রাট ঘটেছিল, সেই ঘটনায় DGCA-এর কাছে রিপোর্ট তলব করল রাজ্য সরকার(West Bengal)। ইতিমধ্যেই ওই ঘটনায় রিপোর্ট তৈরির কাজ শুরু করল বিমানবন্দর কর্তৃপক্ষ।
উত্তরপ্রদেশে (Uttar Pradesh) নির্বাচনী প্রচার সেরে বারাণসী থেকে বিমানে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee) মা লতা বন্দ্যোপাধ্যায় ও সর্বক্ষণের নিরাপত্তা আধিকারিকরা।
কলকাতায় নামার পনেরো মিনিট আগে প্রচণ্ড ঝাঁকুনি হয়। দু’দিকে দুলতে দুলতে বিমানটি নেমে আসতে থাকে। মুখ্যমন্ত্রী পিঠে, কোমরে এবং পায়ে চোট পান। ইতিমধ্যেই এ-নিয়ে পৃথক তদন্ত শুরু করা হয়েছে ডিজিসিএ-র তরফে।
আরও পড়ুন: Narendra Modi: শুক্রবার বারাণসীতে ফের 'কাছের মানুষ' মোদী, স্টেশন ঘুরে কথা বললেন সাধারণের সঙ্গে