নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যেই প্রায় পাঁচ বছর পর টেট পরীক্ষার (WB Tet Exam) আয়োজন করেছে রাজ্য। রবিবার দুপুর ১২টা থেকে পরীক্ষা আরম্ভ হবে। যথা সময়ে পরীক্ষাকেন্দ্রে (Tet Exam Center) পৌঁছোবার জন্য এদিন সকাল থেকে রাজ্যজুড়ে পরীক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা গেল। রবিবার এমনিতেই যান চলাচল কম থাকে। তাই কোনও ঝুঁকি না নিয়ে ইতিমধ্যেই অনেকে পৌঁছে গিয়েছেন পরীক্ষাকেন্দ্রে। কেউ আবার সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য ভিড় করেছেন ট্রেনের টিকিট কাউন্টারে। আবার অনেকে বাস, ট্রেনের ভিড় এড়াতে নৌকো করে পাড়ি দিয়েছেন টেট পরীক্ষা দিতে।
এবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল । যাত্রীসংখ্যা সামলাতে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর(WB Transport Department)। রবিবার অতিরিক্ত মেট্রো চালানো হবে। টেট পরীক্ষার্থীরা যদি কোনও সমস্যায় পড়েন, তার জন্য হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে নবান্নের তরফে।
আরও পড়ুন- টেট-কে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা,পরীক্ষার আগে কলকাতায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
কিছু কিছু এলাকায় স্বাভাবিক রয়েছে পরিষেবা। ফলে নির্ঝঞ্ঝাট ভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাচ্ছেন পরীক্ষার্থীরা। তবে, কিছু কিছু এলাকায় বেশ যানজট রয়েছে। সমস্যায় পড়েছেন পরীক্ষার্থীরা।