কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে রাখা রয়েছে ঝাড়গ্রামের (Jhargram) ২১টি টেট পরীক্ষাকেন্দ্র। যাতে কোনও রকম অভিযোগ না ওঠে তার জন্য সব কেন্দ্রে মেটাল ডিটেক্টর, ফেস স্ক্যানিং মেশিন বসানো হয়েছে। পরীক্ষক এবং পরীক্ষার্থীদের ফেস স্কানিং করে ছবি তুলে রাখার ব্যবস্থা করা হয়েছে। সব পরীক্ষা কেন্দ্রে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।
সকাল ৯ টার মধ্যে কেন্দ্রগুলিতে ঢুকে গিয়েছেন পরীক্ষকরা। ১২ টায় শুরু হবে পরীক্ষা (West Bengal Tet Exam)। সকাল ১১টার মধ্যে কেন্দ্রে ঢুকতে হবে টেট পরীক্ষার্থীদের। তাঁরা যাতে কোনও সমস্যায় না পড়েন সেই কারণে মোট ১৬৫টি বেসরকারি ও বেশ কিছু সরকারি বাস রাস্তায় নামানো হয়েছে।
আরও পড়ুন- রাজ্য জুড়ে টেট পরীক্ষা, যানজট এড়াতে পরীক্ষার্থীদের ভরসা নৌকা
নজরদারি শুরু করেছে জেলা পুলিশ (West Bengal Police)। যাতে কোনও পরীক্ষার্থী সমস্যায় পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। যদিও ইতিমধ্যেই অনেকে পৌঁছে গিয়েছেন পরীক্ষাকেন্দ্রে। বাইরে অপেক্ষা করছেন তাঁরা। সেখানে দাঁড়িয়েই সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি।