বাংলার মুকুটে নয়া পালক। বাড়িতে বাড়িতে পরিশ্রুত পানীয় জল (Purified Water) পৌঁছে দেওয়ার নিরিখে শীর্ষে পশ্চিমবঙ্গ (West Bengal)। রিপোর্ট অনুযায়ী, পরিশ্রুত পানীয় জলের পরীক্ষায় দেশের অন্যান্য রাজ্যগুলিকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এল বাংলা।
জলের গুণগত মান নিয়ে সমীক্ষা করার পর জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে জল পরীক্ষার জন্য মোট ১৪৪তি ল্যাবরেটরি রয়েছে। যেগুলির মাধ্যমে জল পরিশ্রুত এবং শুদ্ধ করে বাড়ি বাড়ি পাঠানো হয়। এর মধ্যে ১৪৩টি ল্যাবরেটরিই ন্যাশানাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরির স্বীকৃত পেয়েছে। ফলে তালিকার শীর্ষে উঠে এসেছে বাংলা।
আরও পড়ুন - লক্ষ্মীর ভান্ডারে মুসলিম মহিলাদের ১০০০ টাকা করে দেওয়ার দাবি বিধায়কের, অস্বস্তি তৃণমূলের
রিপোর্ট আরও জানিয়েছে, উত্তরপ্রদেশে স্বীকৃত ল্যাবরেটরির সংখ্যা মাত্র একটি। মধ্যপ্রদেশে ১০৬ টি, গুজরাতে ৭৫টি, মহারাষ্ট্রে রয়েছে ৩৪টি। মণিপুরে ৩টি এবং মেঘালয় ও নাগাল্যান্ডে একটি করে এই পরীক্ষা কেন্দ্র রয়েছে। আবার উত্তরাখণ্ড এবং মিজোরামে একটিও ল্যাবরেটরি নেই।