শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Tet Scam) উত্তাল রাজ্য রাজনীতি। দুর্নীতির অভিযোগে গরাদের ওপারে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এর মধ্যেই রাজ্যের মুকুটে জুড়লো নতুন পালক। প্রাথমিক শিক্ষায় ফের এগিয়ে বাংলা। প্রধানমন্ত্রীর দফতরের রিপোর্ট বলছে, প্রাথমিক শিক্ষায় এক নম্বর রয়েছে বাংলা।
সম্প্রতি প্রধানমন্ত্রীর দফতরের কমিটির তরফে স্কুলে বুনিয়াদি শিক্ষা এবং গাণিতিক সাক্ষরতার উপর একটি রিপোর্ট প্রকাশ হয়েছে। এই রিপোর্ট তৈরি হয় সারা ভারতের শিক্ষা সংক্রান্ত উন্নয়নের স্কোরের উপর ভিত্তি করে। সেই রিপোর্ট কার্ড প্রকাশিত হতেই দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য হিসেবে শীর্ষ স্থানে রয়েছে।
আরও পড়ুন - তুরস্কে 'অপারেশন দোস্ত' সেরে শহরে ফিরল NDRF বাহিনী, জানালেন অভিজ্ঞতার কথা