হাঁসফাঁস গরম থেকে স্বস্তি। বৈশাখের দহন জ্বালা জুড়োবে কালবৈশাখী। তেমনটাই পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। এমনকি আগামী কয়েকদিনে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলেও জানানো হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে কমবে তাপপ্রবাহ। একই সঙ্গে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ছয় থেকে আট দিন কম থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।
আরও পড়ুন - জোকা- এসপ্লানেড মেট্রো সম্প্রসারণে ফের বাধা? বিধান মার্কেট সরানোর অনুমতি নেই সেনার
উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হতে পারে। বইতে পারে দমকা হাওয়া।