দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে অবস্থিত নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ক্রমেই গতি বাড়িয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে মিগজাউম। এই ঝড় আগামী সোমবার সন্ধ্যায় তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে, এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে। এর জেরে, দক্ষিণ ভারতে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে সোমবার পর্যন্ত পন্ডিচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। ৫ ডিসেম্বর দুপুরে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে।
Mahua Moitra: মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ, সোমবারই জমা পড়তে চলেছে লোকসভায়
তবে এই ঘূর্ণিঝড়ের কোনও প্রত্যক্ষ প্রভাব পড়বে না বাংলায়। তাই শনিবার থেকে আগামী সোমবার অবধি কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। এই কদিন, বঙ্গে শীত সেভাবে জাঁকিয়ে বসার সম্ভাবনা নেই। বরং ঠান্ডা গরমই চলবে।