আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাসকে সত্যি করে শনিবারই বঙ্গোপসাগরে তৈরি হল ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত কতটা শক্তিশালী হবে, কোথায় তাঁর প্রভাব পড়বে, তা এখনও জানা যায়নি। গতিপ্রকৃতির দিকে নজর রাখা হচ্ছে।
শনিবার আলিপুর আবহাওয়া জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরের ওই অংশেই নিম্নচাপ তৈরি হবে। পরে তা গভীর নিম্নচাপ হয়ে উত্তরের দিকে এগোবে। মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় জন্ম নেবে। মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হবে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে 'মোচা'।
আরও পড়ুন: লজ্জার 'রেকর্ড' করলেন রোহিত শর্মা, আইপিএলের ইতিহাসে সবথেকে বেশিবার শূন্যতে আউট
রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সব জেলায় তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। আগামী কয়েকদিন ৩-৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টির পূর্বাভাস আছে।