কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) বিস্তীর্ণ এলাকায় চরচরিয়ে বাড়ছে গরম। সকালের দিকে গরম কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে পারদ৷ তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় এখনও পর্যন্ত খুব বেশি ঘাম হচ্ছে না।
কলকাতা (Kolkata) সহ সর্বত্রই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। বিকেল পর্যন্ত গরমের দাপট থাকছে। তারপর থেকে খানিকটা স্বস্তি মিলছে।
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত আরও কিছুদিন এই রকম আবহাওয়াই থাকবে।আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে পারদ আরও চড়বে।