এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে চলবে দুর্যোগ। চড়বে পারদ। ফলে আবারও জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।
এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে ভিজবে কলকাতাও (Kolkata)।
আরও পড়ুন: Gosaba Tiger: অবশেষে গোসাবায় ধরা পড়ল বাঘ, বন দফতরের কর্মীদের চেষ্টায় খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল
রাজ্যে (West Bengal) বৃহস্পতিবার দিনভরই বিক্ষিপ্ত বৃষ্টির (Rain Prediction) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather forecast)। যদিও প্রবল বৃষ্টি হবে না।
বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস (Winter)। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি উপরে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সারাদিন মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কমেছে। আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে।