সরস্বতী পুজোর দিন কি বৃষ্টিতে ভিজবে শহর? সম্ভাবনা রয়েছে ভালো রকম। আপাতত কলকাতার পারদ ঊর্ধ্বমুখী হলও, কুয়াশার (Dense Fog) দাপট চলছেই। বুধবার সকাল থেকেও তেমনই ছবি ধরা পড়ল শহর কলকাতা-সহ (Kolkata News) জেলাগুলিতে। কুয়াশার জেরে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport/CCU) বিমানের ওঠানামায় সমস্যা দেখা দিল।
কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, দৃশ্যমানতা (Visibility) ৫০ মিটারের নীচে নেমে যায়। ফলে বিমানের ওঠানামায় সাময়িক সমস্যা দেখা দেয়। সেই পরিস্থিতিতে বিমানবন্দরে বিশেষ ব্যবস্থার মাধ্যমে বিমান ওঠানামার ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন: West Bengal: সপ্তাহে ৬ দিন ক্লাস, স্কুল খোলার আগে একগুচ্ছ নির্দেশ দিল সরকার
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কলজাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে পূবালী হাওয়ার দাপটও। কলকাতা-সহ দক্ষিণ-পশ্চিমবঙ্গের জেলাগুলিতে যেমন বৃষ্টি হতে পারে, তেমনই উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হতে পারে বলে জানানো হয়েছে। সরস্বতী পুজোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
এই বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ আগামী কয়েক দিনে বাড়তে পারে। আলিপুর আবহাওয়া (Alipore Weather Office) দফতর সূত্রে খবর, বুধবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।