আবারও বৃষ্টির আশঙ্কা কলকাতা (Kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal)। রবিবারই শহরে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে ক্রমশ বিদায় নিচ্ছে শীত। ধীরে ধীরে চড়ছে পারদ। বাতাস থেকে ক্রমশ বিলীন হচ্ছে হিমেল স্পর্শ।
শীতের বিদায়লগ্নেও অবশ্য ফের নামল পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Temperature ) ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এরই মাঝে রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। ঝাড়খণ্ডে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, তার জেরেই হতে পারে বৃষ্টি।
আরও পড়ুন: TMC Bidhannagar: মেয়র হয়েই বার্তা দিলেন কৃষ্ণা, মুখ খুললেন চেয়য়ারম্যান সব্যসাচীও
রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রবি ও সোমবার কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। রাজ্যে উত্তুরে হাওয়ার দাপট কমছে। পাশাপাশি, ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই রাজ্যে বৃষ্টি হতে পারে।