আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের তিনটি জেলা- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে (South Bengal) ভারী বৃষ্টির সম্ভাবনা (Heavy Rain Prediction) রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই ৩ জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের উপরের দিকের ৫টি জেলাতেও আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে,
মঙ্গল ও বুধবার বৃষ্টি কিছুটা কমবে। আবারও বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী ২৪ ঘণ্টায় মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে।
তবে এই বৃষ্টিতেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি মিটবে না। আবহাওয়া দফতর জানিয়েছে, ১ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল। অন্যদিকে, দক্ষিণবঙ্গে এই সময়ে বৃষ্টি ঘাটতির পরিমাণ ছিল ৪৫ শতাংশ। জুলাই মাসে এই ঘাটতি পূরণ হবে না।