চলতি বছরের বর্ষায় দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ছিল বিপুল। পুজোর আগ থেকেই সেই ঘাটতি অনেকটাই পুষিয়েছে। আবহাওয়া দফতরের পুর্বাভাস বলছে, আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। আগামী ৩/৪ দিন আবহাওয়ার খুব একটা বেশ পরিবর্তন না হলেও আগামী ১৭ তারিখের পরে থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।
উত্তরবঙ্গে আজও সারাদিন জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দু'এক জায়গায় হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে আগামী তিন থেকে চার দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
Tollygunge Fire: টালিগঞ্জের স্টুডিও পাড়ায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন
বৃহস্পতিবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বেশি থাকায় দিনের বেলায় অস্বস্তি বাড়তে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ।