রাজ্য থেকে খুব শীঘ্রই পাততাড়ি গোটাতে চলেছে শীত (Winter) । তার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে । গত তিনদিন নতুন করে পারদ পতন হলেও, বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা বেড়েছে । আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস (West Bengal Weather Update) দিয়েছিল ঠান্ডা বেশিদিন স্থায়ী হবে না । সেই মতো এদিন, প্রায় ১ ডিগ্রি বাড়ল তাপমাত্রা (Temparature) ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম । বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস । হাওয়া অফিস জানিয়েছে, নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা কম । এবার শীতের বিদায়ের পালা ।
বৃহস্পতিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে । আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব থাকবে । হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।