সরস্বতী পুজোর (Saraswati Puja) আগেই ফের উধাও হল শীত (winter)। শহরে ফের ঊর্ধ্বমুখী পারদ। সেই সঙ্গে রয়েছে বৃষ্টির আশঙ্কা।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (lowest tempareture) থাকবে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি বেশি। এর পাশাপাশি, সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের সাত জেলাতেই রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: West Bengal Covid bulletin: রাজ্যে কমল করোনা সংক্রমণ, তবে দৈনিক মৃত্যু নিয়ে এখনও উদ্বেগ
সরস্বতী পুজোর দিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বেলা বাড়লে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।