গরমে নাজেহাল বঙ্গবাসী। এর মধ্যেও আরও অস্বস্তি বাড়াল হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে আরও বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আর শুক্রবার থেকে আটটি জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে। তাপমাত্রা প্রায় ৪৬ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। ফলে কলকাতা-সহ দক্ষিণের ১৫টি জেলায় বিশেষ সতর্কতা জারি করেছেন আবহবিদেরা।
আরও পড়ুন - যাদবপুরের ক্যাম্পাসে রামনবমীর পুজো, অনুমতি প্রত্যাহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের
তাপপ্রবাহ চলবে দুই মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া এবং দুই বর্ধমান এই ছয় জেলায়। শুক্রবার থেকে তীব্র তাপপ্রবাহ চলবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূমে।