চৈত্রের শুরুতেই গরমের দাপট। ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১০ এপ্রিল থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে। ইতিমধ্যে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে সোমবার থেকেই তাপপ্রবাহ শুরু হবে। আগামী ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলা এবং উত্তরে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ হতে পারে বলে জানা গিয়েছে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েক দিন আবহাওয়া আরও শুষ্ক হবে। গরম বাড়বে। বাতাসে একেবারেই আর্দ্রতা থাকবে না। এই আবহাওয়ায় শিশু ও বয়স্ক মানুষদের সমস্যা অনেক বেশি হবে বলে মনে করছেন আবহবিদরা।