প্রতি বছর মার্চ মাস থেকেই প্যাচপ্যাচে গরমে অতিষ্ঠ হতে হয়। কিন্তু এবছর কালবৈশাখী, নিম্নচাপের কারণে বেশ খানিকটা কমেছিল তাপমাত্রা৷ কিন্তু এপ্রিলে আর সেই স্বস্তি মিলবে না, পড়বে তীব্র গরম। এদিকে শনিবার সকাল থেকে আবহাওয়ার মুখ ভার থাকলেও রবিবার আকাশ তুলনামূলক পরিষ্কার । হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে রবিবার থেকে অনেকটাই উন্নতি হবে আবহাওয়ার ।
এদিকে তাপমাত্রাও বাড়তে চলেছে কলকাতায়। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। ধীরে ধীরে সহ্যের বাইরে যাচ্ছে তাপমাত্রা। এপ্রিলেই তাপপ্রবাহের (Heatwave) সম্ভাবনা রয়েছে দেশের একাধিক রাজ্যে।