পুজোর একমাসও বাকি নেই। অথচ সপ্তাহান্তের শপিংয়ে কার্যত জল ঢেলেছে আবহাওয়া। দফায় দফায় বৃষ্টির জেরে এক্কেবারে নাজেহাল বঙ্গবাসী। রবিবারেও কি বৃষ্টিতে ভিজবে বাংলা? কী বলছে হাওয়া অফিস?
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কমার কোনও সম্ভবনা নেই। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, রবিবার থেকে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আরও পড়ুন - চারু মার্কেটে টানা বৃষ্টিতে ভাঙল পুরনো বাড়ির চাঁই, গুরুতর আহত ২
তবে, উত্তপবঙ্গে আরও বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার উত্তরের পাঁচটি জেলাতেই ভারী বৃষ্টি হয়েছে। এমনকি দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে বলেই পূর্বাভাস।