গরম পড়তেই কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । রাজ্যজুড়ে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়েছে । হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহের বুধবারই কলকাতা-সহ দুই বঙ্গে কালবৈশাখী হতে পারে । সেইসঙ্গে বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ।
চলতি সপ্তাহে, রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এদিন সকাল থেকেই আকাশ মেঘলা ছিল । শনিবার পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান,পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ,মালদা ও দুই দিনাজপুরে ঝড় বৃষ্টি হতে পারে। উত্তর প্রদেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার জেরেই বৃষ্টি হবে । তবে, কলকাতা ও তার সংলগ্ন এলাকায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই । তবে আগামী সপ্তাহে রাজ্যজুড়ে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে ।