অবশেষে ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলতে পারে বঙ্গবাসীর। বুধবার থেকে শনিবারের মধ্যে রাজ্যে কালবৈশাখী হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ (Heat Wave) বাড়বে। তবে কলকাতায় বৃষ্টির (Kolkata Rain) সম্ভাবনা অনেকটাই কম।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। কয়েক জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গে একদিকে তাপপ্রবাহ চললেও অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুরে কালবৈশাখীর প্রভাবে বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সপ্তাহের শেষ দিকে কালবৈশাখীর পর থেকে বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: স্কুলের বিরুদ্ধে মুখ খোলা যাবে না, মুচলেকা দিলে তবেই ভর্তির সুযোগ পড়ুয়াদের
তবে আরও ৪৮ থেকে ৭২ ঘন্টা পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান- এই পাঁচ জেলায় তাপপ্রবাহ চলবে। তাপমাত্রা ৪২-৪৩ ডিগ্রির কাছাকাছি থাকবে।