অবশেষে তার আগমন ঘটল । দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা । মৌসম ভবন জানিয়েছে, শুক্রবার উত্তরবঙ্গের বাকি অংশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে বর্ষা ঢুকে গিয়েছে । তবে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা ঢুকলেও ভারী বৃষ্টি সম্ভাবনা নেই এখনই । আপাতত, দক্ষিণের ভাগ্যে দু-একপশলা বৃষ্টি ছাড়া আর কিছু নেই । গরম সামান্য কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার উত্তরবঙ্গের বাকি জেলা ও দক্ষিণের উত্তর ২৪ পরগনা, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা,পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের বেশির ভাগ অংশে প্রবেশ করেছে বর্ষা । হাওয়া অফিস জানিয়েছে, বর্ষা প্রবেশ করলেও, দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে । কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ।
উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমতে পারে । তবে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা । বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে । তবে, সোমবার থেকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।