মার্চের শুরু থেকেই ভ্যাপসা গরমে অতিষ্ঠ বঙ্গবাসী। দোল উৎসব গলদঘর্ম হয়েই কেটেছে। এর মধ্যেই স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। গ্রীষ্মের দাবদাহ থেকে খুব শীঘ্রই স্বস্তি পাবে বঙ্গবাসী। বৃহস্পতিবার থেকেই দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে, শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহজুড়ে।
আরও পড়ুন - দিল্লিতে মধ্যরাতে বিচারকের বাড়িতে শুনানি, অনুব্রত মণ্ডলকে ৩ দিনের হেফাজতে পেল ইডি
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। তবে, আপাতত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।