রবিবারের ঝড়ে বিপর্যস্ত পরিস্থিতি জলপাইগুড়িতে । সোমবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তরের তিন জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর । তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিং । হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কালিম্পং, মালদহ, ও দুই দিনাজপুরেও। মঙ্গলবার ও বুধবারও ঝড় বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতে । বুধবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে ।
উত্তরে ঝড়-বৃষ্টি চললেও, দক্ষিণ থাকবে শুষ্ক । বৈশাখের আগেই কাঠাফাটা রোদে ওষ্ঠাগত বঙ্গবাসীর প্রাণ । আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়তে পারে । পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।