রথযাত্রার দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টি হবে না। থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।
শুক্রবার দক্ষিণবঙ্গে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ স্বাভাবিকের থেকে সামান্য বেশি। সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ। কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ কয়েকদফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা সব জেলাতেই। কোচবিহার ও আলিপুরদুয়ারে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। হালকা ও মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও। মালদা ও দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।