বঙ্গোপসাগরে নিম্নচাপ (Depression in Bay Of Bengal)। আগামী ৪ অক্টোবর পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Rain Alert)। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে সুষ্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। যার প্রভাবে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Forecast) আছে।
রবিবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৫ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন: পুজোর মাসে বড় ধাক্কা, অক্টোবরের প্রথম দিনই দাম বাড়ল রান্নার গ্যাসের
উত্তরবঙ্গে রবি ও সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, মালদাতে।