অবশেষে বর্ষার দাপট (West Bengal weather update) শুরু হল দক্ষিণবঙ্গে। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতরের আপডেট (West Bengal weather update)। নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হয়েছে। আজ ১০ অগস্ট, বুধবার ভারী বৃষ্টি (Rain forecast) হতে পারে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। এছাড়া, বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হয়ে ওড়িশা উপকূলের নিম্নচাপ (West Bengal weather update) এবার ঘুরে যাচ্ছে ছত্তিশগড়ের দিকে। এর ফলে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।
আরও পড়ুন: জিম করতে গিয়ে বুকে ব্যথা, আচমকা মৃত্যু বাঁশদ্রোণীর তরুণী ঋত্বিকা দাসের
ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হলুদ সতর্কতা (Yellow alert) জারি করেছে আবহাওয়া (West Bengal weather update) দফতর। আবহাওয়াবিদদের আশঙ্কা, টানা ভারী বৃষ্টি সবজি চাষে ক্ষতি করতে পারে। বৃষ্টির সঙ্গে জেলায় জেলায় জোরে হাওয়া বইতে পারে। মূলত বৃহস্পতিবার পর্যন্ত এই নিম্নচাপের দাপট থাকবে।
উত্তর-পূর্ব ভারত, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, সিকিম, তেলেঙ্গানার অবশিষ্ট অংশ, মধ্য মহারাষ্ট্র, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ড, তামিলনাড়ু, অভ্যন্তরীণ কর্ণাটক, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, গিলগিট-বালতিস্তান, মুজাফফরাবাদ এবং লাদাখের অবশিষ্ট অংশে হালকা বৃষ্টি হতে পারে।