শুক্রবার মধ্য রাতে স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মান্দাস (Cyclone Mandas) । শুরু হয়েছে ব্যাপক ঝড়বৃষ্টি । এদিন, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এদিকে, মান্দাস স্থলভাগে প্রবেশ করতেই বাংলায় (West Bengal Weather Update ) সামান্য বাড়ল তাপমাত্রা । শুক্রবার ছিল এ মরসুমের শীতলতম দিন । ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর । সেই অনুযায়ী, শনিবার সামান্য বাড়ল তাপমাত্রা (Weather Update) । আগামী কয়েকদিন রাজ্যজুড়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । শুক্রবার পারদ নেমেছিল ১৫ ডিগ্রিতে । কিন্তু, শনিবার একধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রা । হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩-৪ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে । ফলে, ভোরের দিকে সামান্য শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই ফের উধাও হবে শীত । আজ, শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে ।
আরও পড়ুন, Tet Exam 2022 : রবিবার রাজ্যজুড়ে টেট, কড়া প্রস্তুতি নবান্নের
মৌসম ভবন সূত্রে খবর, স্থলভাগে প্রবেশের পরই ধীরে ধীরে শক্তি খোয়াতে শুরু করেছে ঘূর্ণিঝড় মান্দাস। শনিবার দুপুরের মধ্যেই তা শক্তি খুইয়ে তামিলনাড়ুর উত্তর উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপরে নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম বরাবর অগ্রসর হবে। দুপুরের পরে ঘূর্ণিঝড়টি সাধারণ নিম্নচাপে পরিণত হবে।