নিম্নচাপের ভ্রুকুটি । ইদের দিন কলকাতায় (Kolkata) হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা (Rain in Kolkata) । শুধু তাই নয়, আগামী চার থেকে পাঁচ দিন একটানা বৃষ্টিতে ভিজবে রাজ্য (West Bengal Weather Update) । এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার-পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain Forecast in Bengal) হতে পারে । বিশেষ করে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রা বাড়বে । সেইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে ।
আরও পড়ুন, Shimla Building Collapsed : সিমলায় প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল চারতলা বিল্ডিং, দেখুন সেই ভিডিও
উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ওড়িশা উপকূলে সৃষ্ট নিম্নচাপের জন্য বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।