শেষবেলার শীতে কাবু বঙ্গবাসী। রবিবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শীতের আমেজ থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
রবির পর সোম ও মঙ্গলে আবহাওয়া বদলাতে পারে।সরস্বতী পুজোর আগের দিন দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় মঙ্গলবার বৃষ্টি হতে পারে। তবে সরস্বতী পুজোর পর থেকে দক্ষিণবঙ্গে নতুন করে শীত বাড়ার সম্ভাবনা কম। বরং দক্ষিণবঙ্গে বাড়তে পারে তাপমাত্রা।
এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সরস্বতী পুজোর দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোচবিহার, দুই দিনাজপুর, মালদাতেও বৃষ্টির সম্ভাবনা নেই।