গত কয়েকদিন ধরে আবহাওয়ার খামখেয়ালিপনায় কার্যত অতিষ্ঠ বঙ্গবাসী। এই গরম তো এই ঠান্ডা। ক্ষণে ক্ষণে মতিভ্রম, ভোলবদল। রাতের দিকে ঠান্ডা লাগলেও সকাল হতেই গায়ে রাখা যাচ্ছে না চাদর। ফেব্রুয়ারি মাসেও চালাতে হচ্ছে পাখা। এর জেরে ঘরে ঘরে ঠান্ডা গরম, জ্বর সর্দি৷ হাওয়া অফিস সূত্রে খবর, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়ার ভোলবদল জারি থাকবে। শনিবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature Today) ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।
এদিকে রাজ্যে কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা। রাজ্যের আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আগামী কয়েকদিন আবহাওয়া থাকবে শুষ্কই। শনিবার এবং রবিবার আবারও খানিক বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে পারদ কিছুটা নামতে পারে।