বাংলার কান ঘেঁষে বেরিয়ে গেছে সাইক্লোন অশনি (Asani)। তবে রাজ্যজুড়ে আগামী কয়েক দিন ধরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। মঙ্গলবার সন্ধ্যে থেকেই ক্ষেপে ক্ষেপে হালকা বৃষ্টিপাত হচ্ছে।
বুধবার বেলা একটু বাড়তেই নদিয়া জেলা জুড়ে বইছে ঝোড়ো হাওয়া, পাশাপাশি মাঝারি বৃষ্টিপাত। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতও হচ্ছে। দুদিন ধরে ভারী বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয় ক্ষতির মুখে পড়তে পারেন চাষিরা। অশনির আশঙ্কায় অল্প সংখ্যক কৃষক তাদের ফসল কেটে ঘরে তুলে ফেলেছেন, কিন্তু এখনো অনেক চাষের জমিতে অনেক কাঁচা সবজি থেকে শুরু করে ধান রয়ে গেছে।
অশনি চলে গেলেও, রেখে গেল ভারী বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বলে এদিন ফের জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। তবে দক্ষিণবঙ্গের তিন জেলা পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্য়ায়