রবিবার সকাল থেকেই কলকাতার (Kolkata Weather) আকাশ মেঘলা । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দিনভর বৃষ্টি হবে কলকাতায় (Kolkata Rain Forecast) । দুপুরের পর থেকে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে শহরতলী এলাকাতেও (West Bengal Weather Update) । সেক্ষেত্রে গরম কিছুটা কমতে পারে ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার পশ্চিমের জেলা অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । রবিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও । উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে ।
আরও পড়ুন, Google Map Air Quality:আপনার এলাকায় বাতাস কতটা স্বাস্থ্যকর এবার জেনে নিন গুগল ম্যাপে
এদিন, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Kolkata Temperature Today) থাকতে পারে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম ।
শনিবারই দক্ষিণবঙ্গবাসীদের সুখবর শুনিয়েছে আলিপুর আবাহাওয়া দফতর । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বর্ষার অপেক্ষা আর দু-একদিনে মধ্যেই শেষ হতে চলেছে । ১৪-১৬ জুনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে ।